মেঘনায় ট্রলার ডুবির ৪ দিন পর ১ শিশুর মৃতদেহ উদ্ধার।। নিখোঁজ-৭।। বাড়ছে স্বজনদের আহজারী
উত্তম সাহাঃ নোয়াখালীর হাতিয়া উপকুলীয় মেঘনায় ট্রলার ডুবির ৪দিন পর অর্থাৎ শুক্রবার বিকেলে টাংকির খালসংলগ্ন মেঘনায় ১জনের লাস উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত লাসটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের পুত্র হাসান উদ্দিনের (৭) বলে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেঃ তাহসিন রহমান নিশ্চিত করেছেন। এখনো ৭জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়। নিখোঁজদের মধ্যে ৬জন শিশু ও ১ জন নারী রয়েছে। ফলে বাড়ছে স্বজনদের আহজারী। স্থানীয় প্রশাসনের কাছে স্বজনদের একটিই দাবী নিঁেখাজদের জীবিত অথবা মৃতদেহ যেন তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে কোস্টগার্ডেদের ডুবুরি দল ও নৌ-পুলিশ সদস্যরা চতুর্থ দিনের মত তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর নববধু সহ বর যাত্রীবাহী একটি ট্রলার হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলের চর ঘাট থেকে ঢালচর সংলগ্ন মনপুরার উপজেলার কলাতলী এলাকায় যাবার পথে হাতিয়া উপকুলে ¯্রােতের তোডে ডুবে যায়। ওই দিন ৪২জনকে জীবিত ও নববধু তাছলিমা আকতার(২০) সহ ৭ জনের লাস উদ্ধার করা হয়।