শুটিংয়ে ফিরলেন কোয়েল মল্লিক
বিনোধনঃ দীর্ঘ এক বছর মাতৃত্ব উপভোগ করার পর শুটিংয়ে ফিরেছেন কোয়েল মল্লিক। পাঁচ মাস আগে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তার পরেই করোনা সংক্রমণ! রেহাই পায়নি তার পরিবারও। তবে সব বাধা পেরিয়ে আবার কাজের দুনিয়ায় ফিরছেন নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দিন পর পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে কোয়েল জানান, ‘‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিল। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম।’’
Please follow and like us: