হাতিয়ার মেঘনায় সরকারি ১শ ৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে মালবাহী জাহাজ ডুবি
বিএন প্রতিবেদকঃ বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ শত ৫৯ টন চাল ও ৫০ টি গ্যাস সিলিন্ডার ছিল বলে নিশ্চিত করেছেন হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁডির এসআই আকরাম হোসেন।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়,হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে আল্লাহরদান নামীয় একটি ভলগেট জাহাজ মাল গুলো আনার সময় প্রচন্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এসময় স্থানীয় জেলেরা উক্ত জাহাজে থাকা কবির মাঝি সহ ৫জনকে জীবিত উদ্ধার করে। উক্ত জাহাজে মাঝি মাল্লা ছাড়া কোন যাত্রী ছিল না।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হাতিয়ার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সরকারী চাউল সরবারহ কারী ঠিকাদার সোনাপুরের তাজু কমিশনার উক্ত চাউলগুলো মালবাহী জাহাজে দিয়েছেন।
এই রিপোট লেখা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটির উদ্বারের চেষ্ঠা চলছে।