হাতিয়ায় বেপরোয়া গাড়ী চালানো ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
উত্তম সাহাঃ হাতিয়ায় বেপরোয়া ভাবে গাড়ী চালানো স্বাস্থ্যবিধি না মানায় এবং মাক্স ব্যবহার না করায় ২টি সংক্রামক মামলায় ২ জনকে ১ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে ৬ জনকে ৩ হাজার টাকা মোট ৮ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
তিনি আরো বলেন,হাতিয়ায় সকল মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও সকল কাগজ পত্র সাথে থাকতে হবে। বুধবার বিকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ওচখালী বাজারে এই জরিমানার ঘটনা ঘটে।
এ সময় জনগনের মাঝে মাক্স বিতরন করা হয়। কেউ যেন মাক্স ছাড়া বাড়ির বাহিরে বের না হন সে বিষয়ে সচেতন করা হয়।
করোনা মহামারি নিয়ন্ত্রনে মাক্স ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে হাতিয়াতে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। এই লক্ষ্যে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।